মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন ১০ নং শান্তিরাম ইউনিয়নে অবস্থিত এলিকো এগ্রোভেট লিমিটেডের ফাউন্ডার্স ও বিশিষ্ট সমাজ সেবক দছিজল হক এলিকো এগ্রো ভেটের পক্ষ থেকে সবাই কে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
গাইবান্ধার জেলার জনপ্রিয় এলিকো এগ্রোভেট লিমিটেডের ফাউন্ডার্স দছিজল হক আনিছ সুন্দরগঞ্জ উপজেলাবাসী, দেশ ও প্রবাসে অবস্থানরত সকল স্তরের ভাই বোনদেকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এলিকো এগ্রোভেটের ফাউন্ডার্স বলেন- সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা এবং মিলনের দিন পবিত্র ঈদ-উল আযহা। এই ঈদ শুধুমাত্র চেতনাকেই উজ্জীবিত করেনা সেইসাথে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও বন্ধনকে মজবুত করে।
ঈদের মধ্যে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলিম সম্প্রদায়ের মানুষ সব জাতি ধর্ম-বর্ণ গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ইতিমধ্যে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান। নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন। ঈদ শেষে সবাই আবার ফিরবে নিজ কর্মস্থলে। তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি, ও ভালোবাসা। সবার চলার পথ হোক নিরাপদময়।
সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি-
সেই সাথে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা-ঈদ মোবারক।
© All rights reserved © 2023
Leave a Reply