মো:সিরাজুল ইসলাম পলাশ হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি
হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে সোবাহান নামে এক মুদি ব্যবসায়ীকে স্কুলে ডেকে নিয়ে আটক করে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী সোবাহানের ছেলে ফারুক হোসেন বাদী হয়ে আজ হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায় আব্দুস সোবাহান নামে এক ব্যাবসায়ীকে সোমবার সকালে গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেকে নিয়ে সহকারী শিক্ষক আমিনুর রহমানের সহযোগিতায় পূর্বপরিকল্পিত ভাবে প্রথমে গালিগালাজ করে এবং মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আব্দুস সোবাহান চাঁদা দিতে অস্বীকর করলে প্রধান শিক্ষক সুফিয়া বেগম ও আমিনুর রহমান মারধর করেন। পরে মিথ্যা মামলায় ফেলিবার হুমকি প্রদান করা হয় তাকে। পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাতীবান্ধা থানা পুলিশের হাতে হস্তান্তর করেন। এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক সুফিয়া বেগমের সাথে কথা হলে তিনি অভিযোগের কথা অস্বীকার যান। এবং সহকারী শিক্ষক আমিনুর রহমান বলেন প্রধান শিক্ষক সোবাহানকে ডেকে আনতে বলেছে তাই আমার ফোন দিয়ে ডেকে এনেছি। কিন্তু তার কাছ থেকে কোন টাকা চাওয়া হয়নি। হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে
© All rights reserved © 2023
Leave a Reply