1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বন্ধুত্বের টানে, বন্ধুত্ব এগিয়ে যাক সারা দেশে" এ স্লোগানে এসএসসি ব্যাচ'৯৬ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত - Stbanglatv.com
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

বন্ধুত্বের টানে, বন্ধুত্ব এগিয়ে যাক সারা দেশে” এ স্লোগানে এসএসসি ব্যাচ’৯৬ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

লিয়াকত হোসেন জনী,মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮৭ Time View

 

লিয়াকত হোসেন জনী,মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি :

বন্ধুত্বের মেলবন্ধন, সৃষ্টির এক অপার মহিমা।

” বন্ধুদের টানে বন্ধুত্ব এগিয়ে যাক সারা দেশে” এ  স্লোগানে সাড়ম্বর আয়োজনে পালিত হলো এসএসসি ‘৯৬ ব্যাচের টাঙ্গাইল জেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিক ও বন্ধুদের মিলন মেলা । ১৮ এপ্রিল শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইল মহেড়া জমিদার বাড়িতে এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়। সকাল থেকে মহেড়া জমিদার বাড়িতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ‘৯৬’ ব্যাচের বন্ধুরা মিলিত হয়। এরপর কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে প্রথম অধিবেশনে ছিল বন্ধুদের বরণ, পরিচয় পর্ব, আড্ডা, গ্রুপ ক্রিয়েটরের বক্তব্য, বন্ধুদের সম্মাননা প্রদান ও মধ্যাহ্নভোজ।দ্বিতীয় অধিবেশনে গান, নাটিকা ও এক মনমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক। ১৫ পাউন্ডের কেক কাটা হয় ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে। অনুষ্ঠানে ৯৬ ব্যাচের বন্ধুরা মিলে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। সব শেষে ছিল র‌্যাফেল ড্র।

টাঙ্গাইল এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপ ক্রিয়েটর শামীম আল মামুন ও এডমিন মোস্তফা যৌথ ভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

মিলন মেলায় দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধু- বান্ধবীরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। এ ভাবে মহেড়া জমিদার বাড়ীতে এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।

এ সময় টাঙ্গাইল এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের এডমিন মানিক ভৌমিক, মহিউদ্দিন সুমন, ,মোঃ শামীম খান,লিমন,শাহজালাল আকন্দ, আফজাল হোসেন, শাহীন হোসেন, মাহাম্মদ খালেদ বিন আব্দুল আজিজ জনি, পলাশ চৌধুরী, জাকারিয়া মনি, রফিক খান, ফারুক হোসেন, আলমগীর হোসেন সহ চারশতাধিক বন্ধু- বান্ধবী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

সকলের উপস্থিতিতে মিলনমেলাটি প্রানবন্ত হয়ে উঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি