1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়া জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিতাস নদীতে অভিযান - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিতাস নদীতে অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪৪ Time View

 

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতি নিধি

তিতাস নদীতে অভিযান

জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫খ্রি. তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দ বাজার ঘাট থেকে সুহিলপুর ইউনিয়নের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে ২টি বড় ঘের/খেও উচ্ছেদ করা হয়। এসময় রিং জাল সহ অন্যান্য জাল প্রায় সাড়ে চার হাজার মিটার জাল জব্দ করে আনন্দ বাজার ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন মুক্তা গোস্বামী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর ব্রাহ্মণবাড়িয়া। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সদর মো. ছায়েদুর রহমান, তরী বাংলাদেশ এর আহবায়ক ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য শামীম আহমেদ, তরী বাংলাদেশ এর সদস্য খাইরুজ্জামান ইমরান ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই মো. মাহফুজ সহ পুলিশ সদস্যরা। মুক্তা গোস্বামী বলেন ভবিষ্যতে বড় পরিসরে অভিযান পরিচালনা করবো নদীতে কচুরিপানা আটকিয়ে ঘের/খেও করে নৌপথ সংকুচিত করে একটি চক্র মাছ আহরণের চেষ্টা করছে। তাছাড়া রিং জাল, কারেন্ট জাল ব্যবহার করে মাছের প্রজনন ব্যবস্থা ব্যাহত করছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত কাজের অংশ হিসেবে আজকে অভিযানটি হয়েছে। দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মো. ছায়েদুর রহমান বলেন জেলা মৎস্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী বড় পরিসরে অভিযানের পরিকল্পনা রয়েছে পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনাও রয়েছে। দেশী প্রজাতির মাছ রক্ষায় আমরা তৎপর রয়েছি।

শামীম আহমেদ বলেন তরী বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রিং জাল, কারেন্ট জাল, বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধন রোধ ও অবৈধ ঘের/খেও উচ্ছেদ করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিতে দাবি জানিয়ে আসছে। তরী বাংলাদেশ আশা করে নদীমাতৃক বাংলাদেশে নদী ও নদী সংশ্লিষ্ট প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সকলেই সোচ্চার থাকবে, প্রতিটি উপজেলায় এধরণের অভিযান অব্যাহত থাকুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি