1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীর দুমকিতে পীরতলা বাজার বনিক সমিতির নির্বাচনে সভাপতি বশির, সম্পাদক আমিনুল  - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে পীরতলা বাজার বনিক সমিতির নির্বাচনে সভাপতি বশির, সম্পাদক আমিনুল 

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ দীর্ঘ ১৬ বছর পর পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো: বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো: আমিনুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে মো: বশির উদ্দিন ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাকির হোসেন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ভোট।

 

সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম ‘চশমা’ প্রতীক নিয়ে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মিজানুর রহমান সিপন মাইক প্রতীকে ৭৯ ভোট পেয়েছেন।

১নং সহ-সভাপতি পদে মো. ইয়াকুব আলী ‘মাইক্রোবাস’ প্রতীকে ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ‘অটো রিক্সা’ প্রতীকে ১৪৮ ভোট পেয়ে ২নং সহ-সভাপত নির্বাচিত হয়েছেন এবং ৩নং সহ-সভাপতি পদে ‘উড়োজাহাজ’ প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাম চরণ গাইন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘হরিণ’ প্রতীক নিয়ে ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইদুর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মিরাজ হোসেন ‘কলস’ প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল আলম মেহেদী ‘বাই-সাইকেল’ প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সজিব মৃধা ‘রাজা হাঁস’ প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে ‘জগ’ প্রতীক নিয়ে মোহাম্মদ সোহেল হাওলাদার ২১৯ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আল আমিন প্যাদা ‘আম’ প্রতীক নিয়ে ৮২ ভোট পেয়েছেন।

ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ রাত ৮টা উপস্থিত সকলের সম্মুখে এ ফলাফল ঘোষণা করেন। এতে অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন- সাংবাদিক এম আমির হোসাইন(আইন-বিধি ও প্রশাসন), মো: রেজাউল করিম(হিসাব), মো: জাকির হোসেন(অর্থ) ও মোঃ আহসানুল হক মুবিন(দপ্তর)।

প্রসঙ্গত, এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন এবং কোষাধক্ষ পদে ২ জনসহ মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর বিপরীতে ৩১৩ জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি