আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে স্বেচ্ছাসেবী স্বপ্নচারী সামাজিক সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা।
আজ ৪ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ীতে অবস্থিত আশরাফিয়া হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। জানা যায় সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজ সহ, ফ্রী মাক্স বিতরণ, বৃক্ষ রোপন, মাহফিলে পানি বিতরণে অংশগ্রহন করে জেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
মাদ্রাসার একজন শিক্ষকের এর সাথে কথা বললে তিনি বলেন আমাদের মাদ্রাসায় অধিকাংশ শিক্ষার্থী গরীর ও অসহায় হওয়ার শীতে অনেক কষ্টে জীবন যাপন করে। এই কম্বল পেয়ে খুব ভালো ভাবে শীত কাটিয়ে দিতে পাবে।
মাদ্রাসার মুহতামিম বলেন স্বপ্নচারী সামাজিক সংগঠনের এ ভিন্ন ধরনের উদ্যোগের কারণে অনেক সামর্থ্যহীন শিক্ষার্থী শীত বস্ত্র ব্যবহার করতে পাচ্ছে। তিনি স্বপ্নচারী সামাজিক সংগঠনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply