
মহসিন দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে মোঃ আলাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নয়া নগর গ্রামের একটি আম গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত আলাল উদ্দিন উপজেলার নয়া নগর গ্রামের মোঃ মিনহাজ উদ্দিনের পুত্র। উপজেলার সাহেব বাজার এলাকায় আলালের একটি মুড়ি ভাজার কারখানা রয়েছে।
তিনি বুধবার রাতে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে বলে মিনহাজের স্বজনরা জানান। থানায় ইউ ডি মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,বিভিন্ন মাধ্যম থেকে গৃহীত ঋণ পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করেছে বলে নিহত আলালের পরিবারের কাছ থেকে জানা যায়।
© All rights reserved © 2023
Leave a Reply