
শফিকুল আলম সজীব ,দুর্গাপুর নেত্রকোনা।
প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সহযোগিতাপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক,এনজিও প্রতিনিধি, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি এবং ডিসি কমিটির ব্যাক্তিবর্গের অংশগ্রহণে ১৭ ডিসেম্বর বুধবার উপজেলার কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুল তালুকদার। প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সমাজকল্যাণ ক্লাব দুর্গাপুর এর সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও এসডিডিবি প্রকল্পের এনিমেটর সারেন তজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার এলটুস নকরেক,এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে আলোচকরা বিভিন্ন কর্মপন্থা তুলে ধরেন। তারা স্থানীয় প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের ক্লাবগুলোর রেজিষ্ট্রেশন পাবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আলোচকরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা না ভেবে তাদের জনসম্পদে পরিণত করতে হবে।
© All rights reserved © 2023
Leave a Reply