
মিয়া মোহাম্মদ ছিদ্দিক ,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে যোগদান করেছেন শামীমা আফরোজ মারলিজ।
গত সোমবার (১৫ই ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থল কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। নতুন কর্মস্থল যোগদানের সময় তাকে ফুলেল শুভেচ্চা জানান কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা।
এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি গন উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলামে বদলি জলিত কারণে পদটি শূন্য হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা সরকারি কমিশনার(ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে কিছুদিনের জন্য তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার(ভূমি) হিসেবেও কর্মরত ছিলেনএবং পূর্বে মৌলভীবাজার জেলাও সহাকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
© All rights reserved © 2023
Leave a Reply