1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিজয়ের মাসে গাইবান্ধায় প্রতিবন্ধী ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ ‎ - Stbanglatv.com
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

বিজয়ের মাসে গাইবান্ধায় প্রতিবন্ধী ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ ‎

‎মোঃশাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ Time View

 

‎মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

‎বিজয়ের মাস উপলক্ষে গাইবান্ধায় অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম, গাইবান্ধা জেলা শাখা।

সোমবার(১৫ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির কার্যালয়ে বাংলাদেশি প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

‎হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম।

‎সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানীর সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সহ-সভাপতি আনোয়ারুল কাদির ফুলমিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এস.এম. হুমায়ুন ইকবাল, যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান শহীদ, কোষাধ্যক্ষ খন্দকার ওমর জাহিদ খোকন, নির্বাহী সদস্য আতিক হাসান মন্ডল লেবু, মো. শাহজাহান খন্দকার ও মাহফুজার রহমান স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন- আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সংগঠনটি গাইবান্ধা জেলায় বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও জেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

‎এসময় প্রতিবন্ধীদের পাশাপাশি দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বলও বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি