1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - Stbanglatv.com
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ Time View

 

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ২ নং গুজিয়াম ধনিয়াচালা এলাকার সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান (৪৫)’র বাড়িতে ধারালো অস্ত্রের মুখে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ৩/৪ জনের একটি ডাকাতদল। সোমবার (১৫ ডিসেম্বর ) গভীর ভোর রাতে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনাটি ঘটে।
ত্রিশাল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্র ও সরজমিনে গিয়ে জানা যায়, প্রবাসী সাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। বাড়িতে উনার স্ত্রী, সন্তান ছাড়া আর কেউ থাকেন না। ছাইফুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত বাসায় ঢুকে লোহার সাবল দিয়ে দরজা ভেঙে চেতনানাশক স্প্রে করে আমাদের ছোট সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেওয়া ও তাদের শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের বাড়ির আশেপাশের লোকজন নাজমুল, মানিক ও রত্না বলেন, আমরা ভোর রাতে প্রবাসী ছাইফুল ইসলাম খানের ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এসে দেখি তাদের ঘরের বারান্দার লোহার গ্রিলের গেটের তালাসহ ছিটকিনি কাটা এবং তাদের ঘরের ভিতরে ও বাহিরে বেশ কিছু লাগেজ ভাঙা অবস্থায় পড়ে আছে এবং আলমারির ড্রায়ার ভাঙা। প্রবাসী ছাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে স্ত্রী সন্তানের জন্য যা সোনাদানা এনেছিলেন সবকিছু ডাকাতদল নিয়ে গেছে। এ পরিবারটি আজ পথে বসে গেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটাই দাবি জানাই দ্রুত ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করে মালামাল উদ্ধার করার ব্যবস্থা নিবেন। এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান (৪৫) মুঠোফোনে বলেন, আমি শেষ হয়ে গেছি আপনারা সকলেই আমাকে একটু সহযোগিতা করেন। আমার মেয়েদের বিয়ের জন্য আনা ১০ ভরি সোনার অলংকার উদ্ধার করে দেন। আমি দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরব প্রবাসী। আমার জন্য একটা কিছু করুন প্লিজ।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি