
এম এ হাসান,ভোলা জেলা প্রতিনিধি :
ভোলা জেলার লালমোহন উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী শাহবাজপুর রেসিডেন্সি মাদ্রাসায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রাতিষ্ঠানিক অগ্রগতির প্রতিফলন ঘটাতে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. আবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাজপুর রেসিডেন্সি মাদ্রাসার প্রিন্সিপাল খালিদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক কো-অর্ডিনেটর হাছনাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রকাশিত ২০২৬ ইং সনের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply