
মোহাম্মদ রাসেল,(ইটনা) কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া কান্দা গ্রামে গাছের বাড়ি ও আছুর বাড়ি—এই দুই পক্ষের মধ্যে চলাচলের রাস্তা ও পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (০৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের ৪০-৫০ জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত গাছের বাড়ির নাছির মিয়া (২৩) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। অবশেষে গতকাল তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে চলে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, গতকাল ঘটনার পর থেকে পরিস্থিতি এখন ও নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তুু চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply