
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও কার্যকর রাখতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ০৭ ডিসেম্বর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার নতুন পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।
সভায় আরও উপস্থিত ছিলেন—
জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);
জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্);
জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল;
জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, এ-সার্কেল;
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে পুলিশের করণীয় ও প্রস্তুতি নিয়ে বিশেষ আলোচনা হয়। পাশাপাশি
অবৈধ মাদকদ্রব্য উদ্ধার,
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ,
অস্ত্র উদ্ধার অভিযান,
গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি,
ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
—এ সকল বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচনকালীন সময়ে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা আমাদের পেশাগত দায়িত্ব; জনগণের আস্থা ধরে রাখতে সবক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
সভায় উপস্থিত কর্মকর্তারা জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply