1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবি'র প্রফেসর মামুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নয়া ট্রেজারার নিযুক্ত  - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

পবিপ্রবি’র প্রফেসর মামুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নয়া ট্রেজারার নিযুক্ত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এএনএসভিএম অনুষদের বেসিক সায়েন্স বিভাগের সিনিয়র প্রফেসর ও রেজিস্ট্রার (অ.দা.) ড. মো. মামুন অর রশিদ। অদ্য ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধিত) আইন ২০১৩ এর (১২)১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়।

নিয়োগের শর্তে বলা হয়, ট্রেজারার এর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রফেসর ড. মো. মামুন অর রশিদ ১৯৮৮ সালে এসএসসি, ১৯৯০ সালে এইচএসসি পাস করেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং ১৯৯৯ সালে কৃষি অর্থনীতির উপরে এমএস ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে “বাংলাদেশে প্রাণিসম্পদ উৎপাদন এবং ব্যবহারের ধরণ” এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতার মহতী জীবনে তিনি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের বেসিক সায়েন্স বিভাগের প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। ড. মামুন বরিশাল সদরের পশ্চিম আমানতগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক জনাব মো. জামাল উদ্দিন এবং গৃহিণী আমেনা বেগম এর ঘরে ১৯৭৩ সালের ২৫ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)র জন্য কাজ করতে পারি এবং এতে সকলের সহযোগীতা কামনা করছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।” তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি