জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ আগামী ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৪ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা. মীর শহিদুল হাসান শাহীন, সদ্য যোগদানকৃত দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসুচির জন্য আলাদা আলাদা উপ-কমিটি গঠন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply