1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবি'র নূতন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম  - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

পবিপ্রবি’র নূতন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) নূতন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(ময়মনসিংহ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বুধবার(২৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে আগামী চার বছর এই দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পবিপ্রবি আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে উপাচার্য পদে ৫ শর্তে নিয়োগ প্রদান করা হলো। তিনি পবিপ্রবির সাবেক ভিসি স্বদেশ কুমার সামন্ত এর স্থলাভিষিক্ত হবেন।

নব নিযুক্ত ভিসি কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিং) ফার্মাকোলজি বিভাগে প্রফেসর পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল শহরের বান্দ রোড এলাকার মরহুম কাজী আব্দুল খালেক ও কাজী রাবেয়া বেগমের পুত্র।

কাজী রফিকুল ইসলাম ১৯৮৮ সালে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে, ১৯৯০ সালে বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসিতে প্রথম বিভাগে, ১৯৯৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়( ময়মনসিং) থেকে ডিভিএম ভেটেরিনারি অনুষদে মেধা তালিকায়, ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদে ফার্মাকোলজি বিভাগে

মাস্টার অব সাইন্স (এমএস) ফার্মাকোলজি বিভাগে প্রথম শ্রেনীতে সম্মানের সাথে প্রথম স্থান অর্জন ও বিশ্ববিদ্যালয় স্বর্নপদক লাভ করেন।

তিনি ২০১২ -২০১৪ সালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জেএসপি পোস্ট ডক্টরাল গবেষক কোর্স সম্পন্ন করেন। ২০১১-২০১২ একই বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রোএন্ট্ররোলজি ও ফার্মাকোলজি বিভাগে মেডিসিন অনুষদে, ২০১১ সালে পিএইচডি এবং গ্রাজুয়েট স্কুল অব মেডিসিন বায়োমেডিকেল সাইন্সে পিএইচডি অর্জন করেন। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেইন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ফেলো ( পিজিএফ) ফার্মাকোলজি বিভাগ( ব্রাউন ল্যাব) স্কুল অব বায়োমেডিকেল সাইন্সেস এ ৪ মাসের কোর্স সম্পন্ন করেন। তিনি ২০০৭ সালে যুক্তরাস্ট্রের মেডিকেল সেন্টার লেব্রাসকা বিশ্ববিদ্যালয় পিজিটি ও আইওএসপি কোর্স সম্পন্ন করেন কাজী রফিকুল ইসলাম। তিনি একজন প্রতিভাবান এবং গবেষক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় একাধিক পুরস্কার লাভ করে সম্মানে ভূষিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি