
হুমায়ুন রশিদ জুয়েল | স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ ক্রীড়া আয়োজন শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল জাহীদ। ক্রীড়া কার্যক্রম পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তানজিলা আখতার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করলে একজন শিক্ষার্থী নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তিনি শিক্ষার্থীদের মাদক ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কুচকাওয়াজ ও বিভিন্ন খেলাধুলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply