
স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল :
কিশোরগঞ্জ তাড়াইলে ২ আগষ্ট গত শনিবার সময় বিকাল তিনটায় উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা প্রশাসন আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান (অ:দা;) সভাপতিত্বে ও প্রণয় কান্তি পাল দিপুর সঞ্চালনায় জুলাই পুনর্জাগরণে জুলাইয়ে মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির: বক্তব্যে উপজেলা
নির্বাহী অফিসার,পপি খাতুন বলেন-
জুলাইয়ে মায়েদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
যারা সন্তান হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার বাণী আমার জানা নেই।যে মা তার সন্তান হারিয়েছে সেই বুঝতে পারে সন্তান হারাবার কি যে বেদনা! জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
বক্তব্যে তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান বলেন- জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে শুধু মিটিং,সিটিং, করলে চলবে না
যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের চিকিৎসা এবং পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন –
যে ধূসর আওয়ামী লীগ সরকার দেশের অরাজকতা করেছে এবং তাদের অপকর্মের জন্য পতন ঘটেছে,। বাংলাদেশে ভবিষ্যতে কোন রাজনৈতিক দল এই ধরনের কাজ করলে, তাদেরও এভাবে পতন ঘটবে। আমি বলিষ্ঠ কন্ঠে বলতে চাই বাংলাদেশ পুলিশ বাহিনীকে রাজনীতি মুক্ত রাখতে হবে,তবেই জুলাইয়ের সফলতা আসবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার এনামূলক হক খান এবং জুলাইয়ের গনঅভ্যুত্থানের আহত ও নিহত জুলাই যোদ্ধার পরিবারের মায়েরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply