মোঃ আব্দুল হান্নান,উপজেলা প্রতিনিধি,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ মে ২০২৫ রোজ সোমবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে বিল্লালকে গ্রেফতার করা হয়।
মো. বিল্লাল মিয়া (৪৭) জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে। বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে মো. বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা ও একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। মঙ্গলবার বিল্লালকে আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
© All rights reserved © 2023
Leave a Reply