মো: শাহনেওয়াজ কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের আলোচনা সভা, পবিত্র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকেলে কালীগঞ্জের নবান্ন চাইনিজ পার্টি সেন্টারে ইউএসবি স্পেশালাইজড হাসপাতালের সহযোগীতায় পবিত্র দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার।
সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কালীগঞ্জ উপজেলার সভাপতি মো. হুমাযুন কবির মাষ্টার। বিশেষ অতিথি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ও ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়গনাষ্টিক এসোসিয়েশন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মোল্লা, কালীগঞ্জ ডায়গনাষ্টিক এন্ড হাসপাতালের ব্যবস্থাপক প্রবির মিত্র ভজন, কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুল, কালীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. আনোয়ার হোসেন প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে বেসরকারী ক্লিনিক হাসপাতালের মালিক মো. হাবিবুর রহমান হাবিব, মো. আনোয়ার হোসেন ব্যাপারী, বিভিন্ন বেসরকারী ক্লিনিক হাসপাতালের মালিক পক্ষের প্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply