আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৪ মার্চ/২০২৫) শহরের বাগানবাড়ি, গোবিন্দবাড়ি জিউর মন্দির, কালিখলা বাজাররক্ষা কালী মন্দির, দূর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে ও সনাতন ধর্মালম্বীদের প্রতিটি ঘরেঘরে ছিলো হোলি উৎসব। এ উপলক্ষে গোবিন্দ জিউর মন্দিরে পুজা অর্চনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। মন্দিরগুলোতে ছিলো সব বয়সের মানুষের মাঝে রাধা-কৃষ্ণের আবিরে রাঙিয়ে চলে হোলি উৎসব।
বাংলাদেশে এ উৎসবটি দোলযাত্রা ও দোল পূর্ণিমা নামেরও পরিচিত। শতবছরের ঐতিহ্য গোবিন্দবাড়ি জিউর মন্দিরে থেকে প্রতিবছর দোলযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান হয়ে আসছে বলে জানান পুজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস। পুজারী গোপা দাস জানান, ঠাকুরের নিকট মঙ্গলময় জীবনের প্রার্থনায় আমরা আজকে হোলি উৎসবে মিলিত হয়েছি। অনামিকা সরকার বলেন, বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি। আমরাও পালন করে যাচ্ছি। কালীখলা বাজার রক্ষা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু জানান, মঙ্গলের ছোঁয়া হলো আবির উৎসব। এ উৎসবের মধ্যদিয়ে আমরা মঙ্গলের পূর্ণতা অনুভব করি।
© All rights reserved © 2023
Leave a Reply