মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে মায়ের দোয়া স্টোরকে ১০,০০০/-টাকা জরিমানা করা হয়েছে
বৃহস্পতিবার(১৩ মার্চ)দুপুরে উপজেলার চালাকচর বাজারে “জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের”সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান এর নেতৃত্বে দুধ বাজার,মুদি দোকান ও ইফতারির দোকানগুলোতে তদারকি অভিযান পরিচালিত হয়। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিস্ত্রিত চিপস, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্যে সংরক্ষণ করিয়া রাখাতে”ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ “এর ৪১ও ৫১ ধারায়” মায়ের দোয়া স্টোরের”মালিক কে ১০,০০০ /টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত অভিযান সহযোগিতায় ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃমোবারক হোসেন-সহ জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যবৃন্দ।
© All rights reserved © 2023
Leave a Reply