মাহমুদুল হাসান উপজেলা প্রতিনিধি গফরগাঁও (ময়মনসিংহ)
ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল পৌনে দশটার দিকে ত্রিশালের ধলা স্টেশন এলাকায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক ও পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ
এ ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে গেছে। গফরগাঁও স্টেশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস এবং আউলিয়ার নগর স্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকে আছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
© All rights reserved © 2023
Leave a Reply