1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে ৫দফা বাস্তবায়নের দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি পেশ - Stbanglatv.com
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

গৌরীপুরে ৫দফা বাস্তবায়নের দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ডিলারদের সিন্ডিকেট উচ্চমূল্যে সার, নকল অনুসার ও কীটনাশক বিক্রি বন্ধকরণ, এক ঘোড়া মোটর ব্যবহারে শর্তহীন অনুমতি, সমন্বিত বাজার ব্যবস্থাপনা, সবজি হিমাগার নির্মাণ, প্রণোদনায় চেয়ারম্যান ও দলীয় কোটা বাতিলকরণ, কৃষি জমিতে জলাবদ্ধতা দূরীকরণে খাল ও জলাশয় খনন, খালের অবৈধ দখলদারের উচ্ছেদসহ ৫দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (৪ মার্চ/২৫) বাংলাদেশ কৃষিক সমিতি গৌরীপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের নিকট স্মারকলিপি প্রদান করেন।

প্রতিবাদ সমাবেশে উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান ফকির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী রিয়াজুল হাসনাত। বক্তব্য রাখেন গৌরীপুর ক্ষেত মজুর সমিতির হারুন আল বারী, কৃষক সমিতি গৌরীপুর শাখার সহসভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, গোলাম মোহাম্মদ, সহ-সম্পাদক মো. ছাইদুল হক, সাংস্কৃতিক সম্পাদক খলিল উদ্দিন খান পাঠান, সদস্য মো. সাইফুল ইসলাম, মাওহা’র সভাপতি লুৎ মিয়া, কৃষক আব্দুল জব্বার, এরশাদুল হক, মনজু মিয়া, গোলাম আজম, ওয়াহাব মিয়া, মাহবুব আলম, আব্দুল মতিন, জালাল উদ্দিন, উমেদ আলী প্রমুখ।

মজিবুর রহমান ফকির বলেন, কৃষকরা বাধাকপি-ফুলকপি প্রতিটির উৎপাদন খরচ ১০-১৪টাকা টাকা, বিক্রি হয়েছে ১-৫টাকায়। বিক্ষুব্দ কৃষকরা খেতের সবজি গরু-ছাগলের খাদ্যে পরিণত করে ধ্বংস করেছে। এর জন্য সম্বনিত বাজার ব্যবস্থাপনা ও সবজি হিমাগার না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি সবজি খেতে বা স্বপ্ন জমিতে আবাসিক মিটার থেকে পানি ব্যবহার করায় জরিমানা করছে। ২০ থেকে ১০০শতাংশের কৃষককে শর্তহীন এ ঘোড়া মোটরে পানি উত্তোলনের অনুমতি দিতে হবে। এ মৌসুমে সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে প্রতিবস্তা ননইউরিয়া সারে ২শ থেকে ৩শ টাকা বাড়তি দামে সার কিনতে হয়েছে। বাজারে নকল সার ও কীটনাশকেও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রান্তিক কৃষকদের বরাদ্দকৃত প্রণোদনায় চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নামে দেয়া স্থানীয় কোটা বাতিল করতে হবে। যেনো প্রকৃত কৃষকরা এ প্রণোদনা পান। গৌরীপুর পৌরসভার চারপাশে খাল দখল করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের অধিকাংশ খাল দীর্ঘদিন যাবত খনন হয় না। কৃষকের ফসলের জলাবদ্ধতা নিরসনে সকল খাল ও জলাশয় খনন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে।

কৃষক সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী রিয়াজুল হাসনাত বলেন, এই মুর্হূতে কৃষকের গরু এখন চুরি নয়, ডাকাতি হচ্ছে। উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষায় প্রকাশ্যে গোয়াল থেকে গরু নিয়ে গেছে। বোকাইনগর ইউনিয়নের কয়েকটি গ্রামে গরু চুরি হয়েছে। প্রত্যেকটি গ্রামে বোরো মৌসুমে পানির পাম্প চুরির হিড়িক পড়েছে। যা একজন কৃষককে সর্বশান্ত নি:স্ব করে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি