মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের তেলীপাড়া এলাকার রসুন ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে সোহেল নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানীর চাকরির ভাইভা দিতে যাচ্ছিলেন পথিমধ্যে ভুল্লারহাট এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে অপরদিক থেকে আসা রসুনবাহী একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, এটা খুবই দুঃখজনক। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2023
Leave a Reply