মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইলঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল সদর উপজেলা শাখা ও নড়াইল পৌরশাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারী) জুম্মার নামাজ শেষে ২টার দিকে নড়াইল পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদের তৃতীয় তলায় অফিসের উদ্বোধন করা হয়। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য মির্জা আশেক এলাহী।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আইয়ুব হোসেন খান, কর্মপরিষদ সদস্য মোঃ হেমায়েত হোসেন হিমু, সদর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমীন, সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, পৌর শাখার আমির মাষ্টার জাকির হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ইসাহক মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘ দ্বীন কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা কাজ করে চলেছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে সাংগঠনি কর্মকান্ডে আরো গতিশীলতার পাশাপাশি সেবা কার্যক্রম বৃদ্ধি পাবে। দলের সাংগঠনিক কার্যক্রম আরো বৃদ্ধির জন্য দাওয়াতী কাজ জোরদার করার অনুরোধও জানানো হয়।
এ সময় সদর ও পৌর জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply