সাইফুল ইসলাম ধর্মপাশা (সুনামগঞ্জ)
চোখের সামনে জ্বল -জ্বল করে জ্বলছে দোকান। নির্বাক হয়ে তাকিয়ে আছে দোকান মালিক নয়ন।কেশ টাকা ও মালা-মালসহ পুড়ে ছাই প্রায় দশ লাখ টাকার ।
সুনামগঞ্জের ধর্মপাশার সদর ইউনিয়নের নবীনগঞ্জ বাজারে গতরাত ভোর ৪ টার সময় নয়ন মিয়ার দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আগুন লাগার দৃশ্যটি নজরে পরলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়।পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে ফায়ার সার্ভিসের জরুরি সেবায় ফোন করলে,রাস্তার বেহাল অবস্থার কারণে মাঝ পথ থেকেই ফিরে যেতে বাধ্য হয়, ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগেও সীমের খাল নামক আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুনে পুড়ে একই পরিবারের ছয় জন নিহত হওয়ার সময় রাস্তার করুন অবস্থার কারণে, ফায়ার সার্ভিসের অনুপস্থিতি এখনো মনে পড়ে এলাকাবাসীর।
© All rights reserved © 2023
Leave a Reply