1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু  - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

 

মো:সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের। শুক্রবার বিকেলে ওই উপজেলা শহরের হেলথ্ এন্ড মেডিকেয়ারে ওই নবজাতকের মৃত্যু হয়। পরিবারের দাবী ওই ক্লিনিকের চিকিৎসক ডা: তৌফিক আল-আমিন অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর পরেই স্থানীয় জনতা ওই ক্লিনিকের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করলে অবস্থার বেগতিক দেখে গাঁ ঢাকা দেয় ডাক্তার তৌফিক আল-আমিন।

হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার রহিছুল ইসলামের অভিযোগ, তার গর্ভবতী স্ত্রী খাদিজা বেগমকে হেলথ্ এন্ড মেডিকেয়ারে নিয়ে আসেন। ওই ক্লিনিকে কর্মরত চিকিৎসক ডা: তৌফিক আল-আমিন পরীক্ষা নিরিক্ষা শেষে সিজারের সিদ্ধান্ত দেয়। বৃহস্পতিবার রাতে চিকিৎকের পরামর্শক্রমে সিজার হয় ও মেয়ে সন্তান জন্মলাভ করেন। সকালে নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসক ডা: তৌফিক আল-আমিন এর কাছে গেলে তিনি পরীক্ষা নিরিক্ষার নামে কালক্ষেপন করতে থাকেন। নবজাতককে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইলেও বাধা দেয় ক্লিনিকের কর্মচারীরা। শেষ মুহুর্তে চিকিৎসা শুরু করেন। কিছুক্ষণ পরে নবজাতকের মৃত্যু ঘটে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ক্লিনিকের মালিকপক্ষ মৃত নবজাতক বাচ্চাটিকে সরকারি হাসপাতালে নিয়ে যান।

নবজাতকের খালা মারুফা বেগম জানান , বাচ্চা অসুস্থ হলেও ডাক্তার শুধু পরীক্ষা আর পরীক্ষা করে, কোন চিকিৎসা দেন নাই। পরে অবস্থার বেগতিক হলে তারাহুড়া করে কি যেন চিকিৎসা দেয় ? তার কিছুক্ষণের মধ্য বাচ্চাটি মারা যায়। তিনি আরও দাবী করে বলেন, ভুল চিকিৎসার কারণেই বাচ্চাটির মৃত্যু ঘটে।

স্থানীয় লোকজন জানান, হাতীবান্ধা শহরে বেশ কয়েকটি নামর্¯^ ক্লিনিক ও প্যাথলজি গড়ে উঠেছে। এসব ক্লিনিক ও প্যাথলজিতে নিয়মনীতি তোয়াক্তা না করে হাতুড়ি চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। ফলে প্রায় সময় চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে প্রতিনিয়ত নবজাতক ও রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে।

তবে এ নিয়ে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও ডাক্তার তৌফিক আল-আমিনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

হাতীবান্ধা হেলথ্ এন্ড মেডিকেয়ারের শেয়ার পাঠনার দবিয়ার রহমান দবি জানান, বাচ্চা সুস্থ ছিল। আজ দুপুরের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত বাচ্চাটিকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য প:প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার আনোয়ারুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে তদন্ত করে উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি