মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইলঃ
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ টুকু মোল্যা(৩৪) নামে এক জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ টুকু মোল্যা(৩৪) নড়াইল জেলার সদর থানাধীন চাঁচড়া গ্রামের মৃত শাহাদাৎ মোল্যার ছেলে।
গত ৩১ ডিসেম্বর-২৪ রাত ১০টা ৩০মি: এর দিকে নড়াইল জেলার সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের ইবাদের মোড় নামক পাঁকা রাস্তার উপর হতে আটক করা হয় তাকে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ টুকু মোল্যা(৩৪) কে গ্রেফতার করে।
এ সময় আটককৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বলেন, এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আরো বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর স্যারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply