1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

 

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধির

জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ২৮শে ডিসেম্বর সকালে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রস্তাবিত ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশ আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইনের সভাপতিত্বে এবং সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। তাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন।

বিশেষ অতিথি বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানান। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, “বর্তমান সরকার ২১ দফা দাবি বাস্তবায়ন করতে পারে, এবং এ লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।”

 

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাংবাদিকদের আত্মসমালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “নিজেদের দায়িত্বশীলতার মাধ্যমে সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে হবে।”

এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদের সভাপতি এবং প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের স্ত্রী আছিয়া বেগম, তার সন্তান ডা. মুঃ মনির হোসেন ও মুঃ মনজুর হোসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম এ আবু মুসা, সাধারণ সম্পাদক শাহ আলম বাক্স, সিনিয়র সহ সভাপতি হারুন আর রশিদ সহ দেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ এই মহাসমাবেশে অংশগ্রহণ করেন। বক্তারা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন প্রস্তাবিত ২১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের কাছে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশার মর্যাদা বৃদ্ধিতে এই সমাবেশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সাংবাদিকদের ২১ দফা দাবি সমূহঃ

১. গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের দমনকারী সকল কালাকানুন বাতিল।

২. সাংবাদিকদের বিরুদ্ধে সকল অভিযোগ প্রেস কাউন্সিলে নিষ্পত্তি।

৩. সাংবাদিক পেনশন স্কিম গ্রুপ বীমা ও অন্যান্য সুবিধা চালু।

৪. ষাটোর্ধ্ব বয়স্ক সাংবাদিকদের সরকারি কোষাগার থেকে ভাতা প্রদান।

৫. সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারী দণ্ডবিধি প্রয়োগ ও গ্রেফতার পরিহার।

৬.পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের ক্ষতিপুরণ প্রদান।

৭. বিভাগীয় শহরে পিআইবির শাখা স্থাপনসহ সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ।

৮. জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় অগ্রাধিকার।

৯. সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতা।

১০. জাতীয় সাংবাদিক অধিকার সনদ প্রণয়ন।

১১. সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন।

১২. প্রেস কমিশন গঠন করে গণমাধ্যমের জন্য শিল্পনীতি প্রণয়ন।

১৩. গ্রামীণ সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান ও বেতন বোর্ড রোয়েদাদের সুযোগ-সুবিধা নিশ্চিত

১৪.টেলিভিশন ও রেডিও সাংবাদিকদের বেতন কাঠামো সমতা।

১৫. বিজ্ঞাপন নীতিতে সুষম নীতি অনুসরণ।

১৬. ফ্রিল্যান্স সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত।

১৭. সামাধ্যম নিয়ন্ত্রণের পদক্ষেপ পরিহার।

১৮.বাংলাদেশ বেতার ও টেলিভিশনকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত রাখা।

১৯. বেকার সাংবাদিকদের কর্মসংস্থান বা ভাতা প্রদান।

২০.প্রথিতযশা সাংবাদিকদের রচনা বাংলা একাডেমি বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশের উদ্যোগ

২১.অনলাইন সংবাদমাধ্যমের জন্য সহজ নীতিমালা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি