আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
বিএমএসএফের বর্ষসেরা সংবাদ সম্মাননা পেয়েছেন দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। এছাড়াও দৈনিক যুগান্তরের বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনসহ ১০জনকে এ সম্মাননা প্রদান করা হয়। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত ৮ম বিজয় শোভাযাত্রা ও মেলায় এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২২-২৩ ডিসেম্বর অনুষ্ঠিত এ মিলনমেলায় সারাদেশের ৪শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন।
সম্মাননা প্রাপ্ত অন্যরা হলেন বিটিভির নীলফামারী জেলা প্রতিনিধি মো. নুর আলম, যমুনা টেলিভিশনের মানিকগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার বিএম খোরশেদ, দৈনিক সমকালের মাদারীপুর জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, এটিএন বাংলা’র জার্মান প্রবাসী সাংবাদিক খান লিটন, দৈনিক সময়ের আলো’র রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল ইসলাম, প্রথম আলো’র চাঁদপুরের জেলা প্রতিনিধি আলম পলাশ, দি ডেইলি অবজারভারের রংপুর জেলা প্রতিনিধি লাবনী ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্টামফোর্ট ইউনিভার্সিটির পরিবেশ ও বিজ্ঞান বিভাগের প্রধান, জলবায়ু গবেষক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক খান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, হাকিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, ইত্তেফাক প্রতিনিধি ভোলার প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসান ঝন্টু, কালেরকন্ঠের কুমিল্লা দেবীদ্বার প্রতিনিধি আতিকুর রহমান বাশার, ফরিদপুরের সাংবাদিক আবুল কালাম আজাদ, চকরিয়ার এম জাহেদ চৌধুরী, যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, এনটিভির বরগুনা প্রতিনিধি সোহেল হাফিজ, ডেইলি অবজারভারের রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন, গাজীপুরের শ্রীপুর শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, কবিরহাট উপজেলা শাখার সভাপতি জহিরুল হক জহির, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি প্রমূখ।
২০২৪সনে নিউজে শীর্ষ অবস্থানে ছিলেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন। এরমধ্যে আলোচিত সংবাদ ছিলো ‘আট মাসেই শতকোটি টাকা হাতিয়েছেন খোকন, দাতার খোঁজে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প, কৃষকের কান্নায় ভিজছে তরমুজের খেত, বদলি বাণিজ্যে কয়েক কোটি টাকা লেনদেন। এছাড়াও এ বছরের আরও ১৮টি দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সংবাদ ও জনগুরুত্বপূর্ণ একাধিক সংবাদ প্রকাশ করেন।
একই বছরে নিউজে ছিলেন দেশজুড়ে আলোচিত চট্টগ্রামের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন। তিনি নিউজের কারণে একাধিক মামলা মোকাবেলা করতে হয়েছে। পরিবেশের উন্নয়নে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ছিলো ‘দূষণে বিপর্যস্ত কক্সবাজার।’ এছাড়াও সারাদেশে আলোচনায় উঠে আসে ‘হাজার কোটি টাকার সম্পদ করেছেন চট্টগ্রামের জসিম, ডাকাত থেকে এমপি- হাজার কোটি টাকার মালিক জাফর, ওসি প্রদীক যুগে ফিরছে উখিয়া-টেকনাফ, ইয়াবা গডফাদার বাদিতে মুগ্ধ ছিলেন হাসিনা, ঝালমুড়ি বিক্রেতা থেকেও চাঁদা নেন ম্যাজিস্ট্রেট।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধারাবাহিক সংবাদ প্রকাশে আলোচনায় উঠে আসেন ময়মনসিংহের দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। ২৯ জুলাই গৌরীপুরে নিহত রাকিবের মায়ের কান্না ছেলে আমার জানাযা দিবে এজন্য হাফেজ বানিয়ে ছিলাম, ৩০জুলাই উপার্জক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা, ৩১জুলাই গৌরীপুরে বিপ্লব বাবাকে সাবধান করে নিজেই গুলিবিদ্ধ, ২৪ আগস্ট ছাত্র আন্দোলন ময়না তদন্ত ছাড়াই ৩লাশ দাফন : বিচার নিয়ে শঙ্কা। এছাড়াও পাঠকদের নিকট জনপ্রিয় হয়ে উঠে ‘বছরে প্রেমপত্র আসে না একটিও, মাসে তালাকের চিঠি আসে ২০টি, আলোচিত সংবাদছিলো ‘অর্ধশত কোটি টাকার সরকারি জমিতে আ.লীগ কার্যালয়সহ ১৫৭ স্থাপনা,’ ‘পৌরসভার টাকায় খালের ওপর মেয়রের বহুতল মার্কেট।’
© All rights reserved © 2023
Leave a Reply