1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুনামগঞ্জ প্রেসক্লাবের আবারো সভাপতি হলেন অধ্যক্ষ শেরগুল আহমেদ  - Stbanglatv.com
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রেসক্লাবের আবারো সভাপতি হলেন অধ্যক্ষ শেরগুল আহমেদ 

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

আহম্মদ কবির:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শেরগুল আহমেদ। দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার প্রকাশক-সম্পাদক

শেরগুল আহমেদ গেল নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। নিট অ্যান্ড ক্লিন ইমেজ ব্যক্তিত্ব সুনামগঞ্জের সাংবাদিক অঙ্গনের প্রিয়মুখ সৃজনশীল-তুখোড় এই সাংবাদিক ইতিপূর্বে টানা তিনবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন মূলধারার এ প্রেসক্লাবে। এছাড়া দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সুহেল আলম।

 

অন্যদিকে, ব্যালট ভোটে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল-হেলাল, সহ-সভাপতি রওনক আহমদ বখত। সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া,কোষাধ্যক শহীদনূর আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমদ রমজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আলাউর রহমান। এছাড়া কার্যনির্বাহী সদস্যের ৬টি পদে বিজয়ী হয়েছেন-মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, আনোয়ারুল হক, স্বপন কুমার তালুকদার, একে কুদরত পাশা, আমিনুল হক।

 

শনিবার ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেলা চারটার দিকে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৪৭ জন সদস্য ও ভোটের বিপরীতে ২৪ জন প্রার্থীর তুমুল প্রতিদ্বন্দ্বীতা হয়।কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- জেলা তথ্য অফিসার শুভরায় সুমন। সহকারী নির্বাচন কমিশনার হলেন ড. জিয়াউর রহিম শাহীন এবং প্রভাষক দুলাল মিয়া।

 

গেল ৪-৫ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের দিনে ১৫টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানিয়েছেন সহকারী নির্বাচন কমিশনার প্রভাষক দুলাল মিয়া।নগত নির্বাচনের ন্যায় সভাপতি পদে অধ্যক্ষ শেরগুল আহমেদ ও প্রবীণ সাংবাদিক বিজন সেন রায় মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ বেলায় বিজন সেন রায় মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবারও নির্বাচিত হন শেরগুল আহমেদ। নির্বাচনী তফসিল অনুযায়ী ৬-৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ ডিসেম্বর চূরান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

 

উল্লেখ্য, সুনামগঞ্জের পথিকৃত সাংবাদিক প্রয়াত মুহাম্মদ আবদুল হাই, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রয়াত চৌধুরী হাসান শাহরিয়ার, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, বিশিষ্ট আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী, প্রয়াত সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী শাফি, এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, প্রবীণ সাংবাদিক বিজন সেন রায়, শিক্ষাবিদ শেরগুল আহমেদ এর ধারাবাহিক নেতৃত্বাধীন ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাব। এছাড়া এই প্রেসক্লাবে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন সুনামগঞ্জ সদর আসনের সাবেক এমপি আইনজীবী পীর ফজলূর রহমান মিসবাহ এবং সাবেক এমপি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী শামছুন নাহার বেগম শাহানা রব্বানী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি