বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে অতিরিক্ত মাদক সেবনে রাসেল ইসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
(৩০ই অক্টোবর) বুধবার দিবাগত রাতে উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত রাসেল ওই ইউনিয়নের ধানঘড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ‘রাসেল মাদকাসক্ত ছিলেন। বেশ কিছুদিন থেকে রাসেল ইসলাম ওই এলাকার মাদক ব্যবসায়ী ইলিয়াস আলীর কাছ থেকে মাদক কিনে সেবন করে আসছি। গতরাতেও তার কাছ থেকে মাদক কিনে অতিরিক্ত সেবন করায় অসুস্থ হয় পড়ে রাসেল। পরে পরিবার লোকজন ও স্থানীয়দের সহযোগীতায় প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শক করছি। এবিষয়ে থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
© All rights reserved © 2023
Leave a Reply