মোঃ শাহনেওয়া, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে বনভোজনে গিয়ে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ বালু নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মানিক রোজারিও (৪৫) কালীগঞ্জ উপজলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের গেদু রোজারিও পুত্র।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ ছিকুলিয়া শশ্মান ঘাট সংলগ্ন বালু নদী থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) নাগরী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বেশ কিছু নারী পুরুষ ট্রলারে করে বনভোজনে যান। সন্ধ্যায় সবাই বাড়িতে ফিরে এলেও মানিক ফিরেনি। অনেক খুঁজাখুঁজির পর মানিকের কোন খবর না পেয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) তার স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় একটি জিডি (নং ৭৫৯) করেন।
আজ সোমবার লোকমুখে শুনে পুলিশ ছিকুলিয়া শশ্মানঘাট এলাকায় বালু নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে। পরে মানিকের পরিবারের লোকজন লাশটি সনাক্ত করে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম বলেন, আজ নদীতে মানিকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
© All rights reserved © 2023
Leave a Reply