সাইফুল ইসলাম ধর্মপাশা উপজেলা প্রতিনিধি
দারিদ্র্যের কষাঘাত পেরিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন বুকে ধারণ করা ফারজানা আক্তার আঁখি।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের কৃতি শিক্ষার্থী ফারজানা আক্তার আঁখি। মহিষখোলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল করে সবার নজর কাড়েন তিনি। তার স্বপ্ন—একদিন ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করা।
ফারজানার বাবা জামাল মিয়া বলেন,
“আমি গরিব হলেও মেয়ের সাফল্যে সব কষ্ট ভুলে যাই। তার পরিশ্রম ও আগ্রহই আমাদের শক্তি।”
ফারজানার স্বপ্নযাত্রায় সহযোগিতার হাত বাড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব।
মধ্যনগর প্রেস ক্লাবের সভাপতি, আব্দুল আউয়াল মিজবাহ, বলেন,
“ফারজানার মতো মেধাবী শিক্ষার্থীকে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। তার পড়াশোনার দায়িত্ব আমরা নিলাম।”
প্রেসক্লাবের এ উদ্যোগে ফারজানার স্বপ্ন এখন আরও এক ধাপ এগিয়ে। তার সাফল্যে শুধু পরিবার নয়, গোটা সুনামগঞ্জ আজ গর্বিত।
ফারজানার মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজের সকলের এগিয়ে আসার আহ্বান।
© All rights reserved © 2023
Leave a Reply