জেনিভা প্রিয়ানা মেঘলা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার মাহফুজা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে “তুমি ভবিষ্যতের প্রধানমন্ত্রী” প্রতিপাদ্য বিষয়ে এক বিশেষ কর্মশালা। কর্মশালার মূল আলোচ্য ছিল কিশোর-কিশোরীদের জন্য হুমকি হয়ে ওঠা সাইবার বুলিং ও সাইবার ক্রাইম।
কর্মশালায় সভাপতিত্ব করেন শেখ আল মামুন। উপস্থিত ছিলেন শামিম মুন্সি, রোহিত হালদার, ইমন শেখ, রিজভী গাজী, নাহিদ ইসলাম, আল-আমিন শেখ, কাইফ সরদার, জিসান, আব্দুল্লাহসহ স্থানীয় তরুণ নেতৃবৃন্দ।
আলোচকরা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম ইন্টারনেট নির্ভরশীল। একদিকে তথ্যপ্রযুক্তি যেমন শিক্ষার সুযোগ বাড়াচ্ছে, অন্যদিকে সাইবার বুলিং, হয়রানি ও আসক্তি নতুন সংকট তৈরি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য, মিথ্যা তথ্য প্রচার, ভুয়া আইডির মাধ্যমে হয়রানি তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। অনেক ক্ষেত্রে এই চাপ থেকে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে।
কর্মশালায় শিক্ষার্থীদের সতর্ক করা হয় ইন্টারনেট ব্যবহারের নিয়ম, আইনের পরিধি ও আত্মসচেতনতার গুরুত্ব সম্পর্কে। পাশাপাশি বলা হয়, সাইবার ক্রাইমের শিকার হলে চুপ না থেকে আইনি সাহায্য নেওয়া জরুরি।
আলোচকরা আরও উল্লেখ করেন, শুধু সাইবার বুলিং নয়, প্রযুক্তি অপব্যবহার থেকে মাদকাসক্তির প্রবণতাও বাড়ছে। তাই পরিবার, শিক্ষক, সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একসাথে এগিয়ে আসতে হবে।
স্থানীয় শিক্ষার্থীরা জানায়, এ ধরনের কর্মশালা তাদের চোখ খুলে দিয়েছে। ইন্টারনেটে বন্ধুদের সঙ্গে আড্ডা বা বিনোদনের আড়ালে কীভাবে ঝুঁকি লুকিয়ে থাকে তা তারা এখন বুঝতে পারছে।
বিশেষজ্ঞরা মনে করেন, বাগেরহাটে আয়োজিত এই কর্মশালা শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, গোটা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজের মাধ্যমে মনোযোগী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply