আব্দুর রউফ ভূঁইয়া ,কিশোরগঞ্জ প্রতিনিধি:
শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষনের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল। “আমাদের অধিকার, নিরাপদ ক্যাম্পাস”সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারী ছাত্রদল নেতারা।
এসময় গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল হাসান জেনির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, সাবেক সংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ, সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন ও কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক নাইম প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply