মোহাম্মদ রাসেল;ইটনা মিটামইন,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর ) দুপুর ২টায় ইটনার পুরানবাজার নদীরপাড় এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া।
মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা, বিএনপির কিশোরগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী।
সভাপতিত্ব করেন ইটনা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইটনা উপজেলা বিএনপি যুবদলের সাবেক সভাপতি মোঃ ইউসুফ আলী।
মঞ্চে উপস্থিত ছিলেন,যুবদলের আহবায়ক আবেদ খান,ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম, যুগ্ম আহবায়ক আজহারুল ইসালম ঠাকুর (ডালিম),সাংস্কৃতিক দলের আহবায়ক তামীম আহম্মেদ সোহাগ,ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম ছোটন, জিয়া পরিষদের সভাপতি জয়নাল আবেদীন,ইটনা সরকারি কলেজের ছাত্রদলের সদস্য সচিব সাকিবুর রহমান সাকিব ও স্থানীয় নেতৃবৃন্দ
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন।
© All rights reserved © 2023
Leave a Reply