রাজবাড়ী জেলা প্রতিনিধি,ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীতে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ দুইজন মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। সেই সাথে এক মোটরসাইকেল আরোহির স্ত্রী গুরুত্বও আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তমোর এলাকায় ব্যাটারী চালিত অটোরিকলাম চাপায় জুই (৬) নামে প্লে শ্রেণীতে পড়ুয়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।নিহতের চাচাতো ভাই ওবায়দুল্লাহ শেখ জানান, জুই তার মায়ের সাথে সদর উপজেলার বরাট ইউনিয়নের কাটাখালীর মামা বাড়ীতে সুন্নতে খাৎনার অনুষ্ঠানে যোগ দিতে যায়। তার মা তানে নিয়ে অটোরিকশা থেকে নামতেই সে দৌড়ে রাস্তার পার হতে যাই। ওই সময় অপরএকটি অটোরিকশা তাকে চাপাদিলে সে গুরুত্বও আহত হয়। তাকে সে সময়ই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধিন অবস্থায় দুপুর ২টার দিকে মৃত্যু হয়। অপরদিকে, জেলার কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ঈদে ফাঁকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় সুজন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর কালুখালীর উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
এছাড়া জেলার পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারায় দাড়িয়ে থাকা একটি নছিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহি জিয়াউর রহমান (৩০) ও তার স্ত্রী শারমিন গুরুতর আহত হয়। দুজনকেই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকে মৃত বলে ঘোষনা করেন এবং উন্নত চিকিৎসার জন্য শারমিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত জিয়াউর রহমান জেলার কালুখালী উপজেলার বড়াইগ্রামের নাদেও মো।রঅর ছেলে।
© All rights reserved © 2023
Leave a Reply