1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে ট্রেনিং অন প্রোফেশনাল আইটি স্কিল এন্ড টিম বিল্ডিং বিষয়ক প্রশিক্ষণ  - Stbanglatv.com
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

পবিপ্রবিতে ট্রেনিং অন প্রোফেশনাল আইটি স্কিল এন্ড টিম বিল্ডিং বিষয়ক প্রশিক্ষণ 

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০ Time View

 

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে “ট্রেনিং অন প্রোফেশনাল আইটি স্কিল এন্ড টিম বিল্ডিং’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।

আইকিউএসি সেল এর পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আই-কিউ এসি সেল এর ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “শুধুমাত্র আইটি স্কিল থাকলেই যথেষ্ট নয়, বরং একটি দক্ষ ও সমন্বিত টিম তৈরি করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। টিমওয়ার্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আরও উন্নত ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারবো।”

প্রশিক্ষনের প্রধান অতিথি মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আইটি জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আধুনিক তথ্যপ্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন, যাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়।”

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই প্রশিক্ষণ শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য নয়, বরং পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমস্যা সমাধানের দক্ষতাও বাড়াবে। আমি আশা করি, আপনারা এখানে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখবেন।”

ভাইস-চ্যান্সেলর প্রশিক্ষণ আয়োজক আইকিউএসি সেল এর পরিচালকসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র আই-কিউএসি সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. মো. শামসুজ্জামান সবুজ এবং প্রফেসর ড. মোঃ নুর নবী । প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। বিকেল ৫ টায় উক্ত ওয়ার্কশপ শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি