1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাড্ডাহাড্ডি লড়াই মাত্র ১০৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন লাভলু - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

হাড্ডাহাড্ডি লড়াই মাত্র ১০৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন লাভলু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০৫ Time View

 

আবুল হাশেম , রাজশাহী সংবাদদাতাঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিজয়ী চেয়ারম্যান লাভলু । এই নির্বাচনে বিরোধী দলের কোন প্রার্থী অংশগ্রহণ না করায় বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দুই জন প্রার্থীর মধ্যে লড়াই করতে দেখা যায়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু ( মোটরসাইকেল) এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু ( আনারস) প্রতীক নিয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

 

বুধবার (৫ জুন) অনুষ্ঠিত সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিচ্ছিন্ন কোন ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এতে চেয়ারম্যান পদে (মোটরসাইকেল ) প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু ১০৬ ভোট বেশি পেয়ে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন মোট ৩২৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু ( আনারস) প্রতীকে পেয়েছেন ৩২২৯৯ ভোট।

 

এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস ( টিয়া পাখি) প্রতীকে ২৫৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন ( বই) প্রতীকে ২২৯৯২ ভোট এবং মেহেদি হাসান ( টিউবওয়েল) প্রতীকে ১৩৬৫৭ ভোট পেয়েছেন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা খাতুন ( ফুটবল) প্রতীকে ২৫৫৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা ( কলস) প্রতীকে ২২৪৯৬ ভোট এবং ফারহানা দিল আফরোজ (প্রজাপতি) প্রতীকে ১৪২০৮ ভোট পেয়েছেন।

 

ভোট শেষে কেন্দ্র থেকে আসা ফলাফল সংগ্রহ করে উপজেলা অডিটোরিয়াম রুমে বিজয়ী প্রার্থীদের বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

 

উল্লেখ্য যে, দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন মিলে এ উপজেলা গঠিত। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৩ জন। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ০০৭ এবং মহিলা ৮২৬৫৬ হাজার ৬৫৬ জন। মোট ভোট কাস্টিং হয়েছে ৪০%।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি