1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় প্রাইমারি স্কুলের চাকুরীতে সার্টিফিকেট জালিয়াতি করে ১০ বছর চাকুরীতে ভূয়া শিক্ষিকা - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

লোহাগড়ায় প্রাইমারি স্কুলের চাকুরীতে সার্টিফিকেট জালিয়াতি করে ১০ বছর চাকুরীতে ভূয়া শিক্ষিকা

মোঃ মনির খান নড়াইল জেলা প্রতিনিধিঃ 
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৮১ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

 

নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১০ বছর ধরে সরকারি চাকরি করবার অভিযোগ। এলাকাবাসী একাধিকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা।

এ বিষয়ে সরজমিনে সাংবাদিকরা অনুসন্ধানে গেলে বেরিয়ে আসে আসল রহস্য। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগে জানা যায় যে, লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের শফিকুর রহমানের মেয়ে উমাইরা খানম ২০০৮ সালের ২৮ ডিসেম্বর এস পি এল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে নিয়োগ পান। নিয়োগপত্র প্রাপ্তির দিনই উমাইরা খানম যোগদান করেন। স্মারক নং এস পি এল/বে প্রা/ নিয়োগ ২৮-১২-২০০৮।

 

২০১৩ সালে ওই বিদ্যালয়টি সরকারীকরণ হয়। বর্তমানে ওই বিদ্যালয়টি ১৫৯ নং এস পি এল সরকারি প্রাথমিক বিদ্যালয় ।অভিযোগ রয়েছে ওই বিদ্যালয়টি বেসরকারি থাকাকালীন ওই সহকারী শিক্ষিকার নাম উমাইরা খানম থাকলেও বিদ্যালয়টি সরকারীকরণ হবার পর নাম বদলে হয়েছে ফাতেমা খানম। ওই বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন নামে দুইটি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রয়েছে বলেও অভিযোগ রয়েছে। ১৯৯১ সালে এসএসসি সার্টিফিকেটের নাম ফাতেমা খানম। ঢাকা বোর্ড,রোল-নং-৩৬৩৫৯।নিবন্ধন সংখ্যা – ১০৪৬৮৫/১৯৮৯।আবার ২০০৫ সালের দাখিল পাশের সার্টিফিকেটে নাম উমাইরা খানম। ঢাকা বোর্ড-রোল-নং

-১১৩৩৮৬।রেজিস্ট্রেশন নাম্বার – ৬৭৮০৩৭/২০০৩। জানা যায় যে উমাইরা এবং ফাতেমা আপন দুই বোন। উমাইরা খানমের সার্টিফিকেট দিয়েই প্রথম থেকে চাকরি করে যাচ্ছেন ফাতেমা খানম।

 

এ বিষয়ে এলাকাবাসীরা আরো বলেন এক ব্যক্তি দুই নামে একটি সরকারি প্রতিষ্ঠানে দুইটি সার্টিফিকেটে ভিন্ন ভিন্ন নাম দেখিয়ে কিভাবে চাকরি করে? দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান ওই এলাকার সচেতন মহল।

 

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি তারা মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমি সভাপতি থাকাকালীন সময়ে

চারজন শিক্ষক -শিক্ষিকাকে নিয়োগ দিয়েছি ,তারা হলেন, মো: ইকালজ আলী চৌধুরী প্রধান শিক্ষক, মোসা:উমাইরা খানম সহকারী শিক্ষক,মোসা:চম্পা খানম সহকারী শিক্ষক,মোল্যা সোহেল রানা সহকারী শিক্ষক। এ ব্যতীত অন্য কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

 

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকলাজ আলী চৌধুরী সহ সহকারী শিক্ষক মোল্যা সোহেল রানা ও চম্পা খানম বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠানকালীন সময়ে আমরা তিন জন সহ মোসা: উমাইরা খানম ২৮/১২/২০০৮ সালে একসাথে যোগদান করি । আমরা ৪ জন কর্মরত রয়েছি ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত। এর মধ্যে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মিতু বিশ্বাস নামে নতুন একজন শিক্ষিকা যোগদান করেছেন। কিন্তু উমাইরা খানমের বদলে ফাতেমা খানম আসলো কি ভাবে আমরা জানি না।

 

এ বিষয়ে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী গফফার হোসেন ১৫/১০/২০১৮ সালে প্রাথমিক শিক্ষা অফিসার খুলনা বিভাগীয় অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

 

অভিযোগে উল্লেখ করেন একই শিক্ষক দুই নামে চাকরি করা প্রসঙ্গে। উমাইরা খানম নামে শিক্ষক ২৮/১২/২০০৮ সালে এস পি এল স্কুলে যোগদান করেন।দীর্ঘদিন হাজিরা খাতায় উমাইরা খানম নামে স্বাক্ষর দিয়ে আসেন।কিন্তু ২০১৩ সালের উমাইরা খানম নাম পরিবর্তন করে ফাতেমা খানম নামে স্বাক্ষর করে। এ বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার খুলনা বিভাগীয় কর্মকর্তাদের খতিয়ে দেখার আহ্বান জানান সাবেক সভাপতি ।

 

এ বিষয়ে এলাকাবাসী আরো বলেন, এরকম একাধিক ব্যক্তি প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও এ পর্যন্ত এখনো ঐ শিক্ষিকার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন ব্যবস্থা।

 

এ বিষয়ে বিদ্যালয়টির ওই শিক্ষিকার সাথে সাংবাদিকেরা কথা বলতে চাইলে, তিনি উগ্র মেজাজে বলেন আপনাদের সাথে আমি কথা বলতে চাই না।

 

এ বিষয় উপজেলা প্রাথমিক

শিক্ষা অফিসার জানান,আমি লোহাগড়া উপজেলায় নতুন এসেছি । ১৫৯ নং এস পি এল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন অভিযোগ এখনো পাইনি। পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি