
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার সাংবাদিক ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যকর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার সাংবাদিকগণ ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব’র ত্রিশাল শাখার আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদ, সদস্য সচিব ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সংবাদদাতা সোহেল রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ, দৈনিক প্রলয় পত্রিকার মফস্বল সম্পাদক মোমিন তালুকদার, নিউজ পোর্টাল (জাগ্রতটিভি.কম)’র বার্তা সম্পাদক শাহ্ সুলতান রঞ্জু, দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার জাকিয়া বেগম, দৈনিক একুশের বাণী পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ইকবাল হোসেন, দৈনিক সকালের অপেক্ষা’র আসাদুজ্জামান শাহীন, দৈনিক প্রভাতী বাংলাদেশ’র সংবাদদাতা মাসুদ রানা, দৈনিক ভোরের চেতনা পত্রিকার ত্রিশাল সংবাদদাতা আজিজুলহক উজ্জল, নিউজ পোর্টাল (সমাজের আলো ২৪.কম)’র সংবাদদাতা শাহরিয়ার সাদাত, জাগ্রত টিভির নিউজ/ ভিডিও এডিটর শাহীনুর ইসলাম, সাংবাদিক মঞ্জুরুল হক বুলবুল প্রমূখ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী সোমবার (১ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থল ত্রিশালে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ত্রিশালের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে তাঁর দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply