দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থেকে স্টাফ রিপোর্টার আবিদুর রহমান রহমান
চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে এল.ডি.পি’র নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে কাঞ্চনাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউনিয়ন এলডিপির উদ্যোগে এ নগদ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার ১৪ইং ডিসেম্বর গভীর রাতে বসতবাড়ী চুলায় কাপড় শুকাইতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে ১১টি বসতবাড়ী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল ফোন, টেলিভিশন ও কাপড় ছোপড়, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া বসতবাড়ীর ক্ষতিগ্রস্থ পরিবার হলো আব্দুর রহমান, আমির হোসেন, মুন্সি মিয়া, লেদন মুন্সি, জাফর হোসেন, আজিজ, হাবিবুর রহমান, হোসনে আরা বেগম, রুস্তম আলী. হায়দার আলী, নাছিমা বেগম। বর্তমানে এরা খোলা আকাশের নিচে ত্রিপল টাঙ্গিয়ে দিনযাপন করছেন। ভোক্তভোগীরা এ দূর্সময়ে এলডিপির নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী পেয়ে অত্যান্ত সন্তুষ্ট। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এল.ডি.পি’র সহ—সভাপতি জসিম উদ্দিন সিকদার , সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, এলডিপি নেতা সাবেক ইউপি সদস্য রফিকল ইসলাম, সহ—সভাপতি আহমদুর রহমান বানু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, মফিজুল ইসলাম, মোহাম্মদ শাহাজাহান প্রমুখ।