1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাঁচবিবিতে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের 'ছাত্র কৃষক কর্ণার' এর উদ্বোধন - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের ‘ছাত্র কৃষক কর্ণার’ এর উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০ Time View

 

মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

বাজার সিন্ডিকেট ভাঙ্গার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বৈষম্য বিরোধী ছাত্ররা ন্যায্য মূল্যে সবজি বাজার চালু করেছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় এ বাজারের উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ।

এসময় উপস্থিত ছিলেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম, সহকারী কমিশনা ( ভুমি) বেলায়েত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচবিবি প্রতিনিধি আলিফ মন্ডল, আল আমিন ফকির, রাফিউল ইসলাম, রতন হোসেন, নাহিদ হাসান প্রমুখ।

জেলা প্রশাসক বলেন , বাজারে যে সিন্ডিকেট আছে তাদের হাত ভেঙে দেয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই । আশা করি এর মাধ্যমে ক্রেতা ও কৃষক ন্যায্য মুল্য পাবে । ছাত্ররা বলেন, বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র অতিরিক্ত মূল্যে বিক্রয় করছে। এতে নিম্ন আয় সহ সাধারন মানুষের ক্রয় ক্ষমতা না থাকায় স্পেশাল টাস্কফোর্সের সৌজন্যে ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের আয়োজনে পাঁচবিবি বাজারের বারোয়ারী পশ্চিম চত্ত্বরে একটি ন্যায্য মুল্যের সবজি বাজার চালু করা করা হয়েছে । আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাঁচা সব্জি সরবরাহের চেষ্টা করব। কয়েক জন ক্রেতা বলেন , এটি একটি ভাল উদ্যোগ । এখান থেকে সব ধরনের ক্রেতা সামান্য হলেও কম মুল্যে পণ্য কিনতে পারবে।

উল্লেখ্য এখান থেকে সবাই প্রতিদিনের চাহিদা মোতাবেক পিয়াজ, রসুন, আলু, লাউ, লাউ শাক, করলা, বেগুন, কাঁচা মরিচ সহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় কাঁচা মালামাল ক্রয় করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি