জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নবগঠিত ময়মনসিংহ (দঃ) জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে ত্রিশালে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় নজরুল অডিটোরিয়াম এর সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির আহবায়ক মো. জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন কে এ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বাংলাদেশ স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক শহীদুল আলম খসরুর পক্ষ থেকে নব নির্বাচিত নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানান ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, সদস্য সচিব আজাহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি ।
পরে ত্রিশাল উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা জানান-
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, উপজেলা যুবদল নেতা শাহ্ মোঃ শাহাবুল আলম, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, শ্রমিকদল ত্রিশাল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ আহমেদ শ্যামল , উপজেলা তাঁতীদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক, সরকারী নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রদল নেতা শাহ্ মুহিজ্জামান লাদিত, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান সজীব।
ত্রিশাল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার শাহজাহান কবীর ও উপজেলা যুবদল নেতা হুমায়ুন কবীর সুমনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা ও পৌর কৃষকদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবীদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply