আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ান হওয়ায় নারী ফুটবল টিমকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১ নভেম্বর/২৪) বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকের বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বাংলাদেশ নারী ফুটবল টিমকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারী, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ক্লাব ৯৭’র মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, সম্প্রীতির বন্ধ কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুজন দাস, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, ইসরাত জাহান লাকী, সাংবাদিক মোখলেছুর রহমান, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, স্বজন লাবন্য জাহান মুক্তা, রওজাতুল জান্নাত জ্যোতি, মোহাম্মদ ছোটন মিয়া, আরিফুল ইসলাম, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।