নেত্রকোনা প্রতিনিধি,
অতিবৃষ্টি ও উজানের থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার জেলার দূর্গাপুর -কলমাকান্দা উপজেলা সহ পূর্বধলা উপজেলা নিম্নাঞ্চল ও কংস নদের উজানের তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়।
এদিকে পূর্বধলা উপজেলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে শুঁকনো খাবার ও চাল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
রোববার (৬ অক্টোবর) বেলা ২টার দিকে জারিয়া ইউনিয়নের নাটেরকোণা, জারিয়া পূর্বপাড়া, ও সন্ধ্যায় ঘাগড়া ইউনিয়নের কালিপুর, বাইঞ্জা গ্রামের পানিবন্দি ২৮০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।
এসময় জারিয়া ইউনিয়নের নাটেরকোণা, জারিয়া পূর্বপাড়া গ্রামে ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া ঘাগড়া ইউনিয়নের কালিপুর ও বাইঞ্জা গ্রামের ১শত পরিবারের মাঝে ১০কেজি চাল ও ৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণের এই কার্যক্রম চলমান রয়েছে। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুঁকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান বলেন, 'বন্যাকবলিতদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। বন্যা শুরুর দিন থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
বিতরণ কার্যক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, ইউপি সদস্য মো. আরশাদুল ইসলাম, মোশাররফ হোসেন ইউপি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।