জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬অক্টোবর) সকালে থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কর্নেল মাহমুদুল হাসান। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার, উপজেলা বিএনপির সিনয়র যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, পৌর বিএনপির সভাপতি আলেকচান দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন প্রমূখ। এ সময় পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।